গড়চুমুকের মিনি জুয়ে নতুন অতিথির আগমনের প্রস্তুতি, শীতের আগেই মিলবে বাঘের দেখা?

শীতের তিন-চার মাস এখানে ভিড় জমান পর্যটকেরা।

November 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
জানেন বাংলার কোথায় খুলছে মিনি জু?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঘ নিয়ে আসার প্রক্রিয়া শুরু হল গড়চুমুক পর্যটন কেন্দ্রের মিনি জুয়ে। বাঘ থাকার পরিবেশ আদৌ আছে কিনা, তা জানতে পরিদর্শন হয়ে গিয়েছে। খাঁচা নির্মাণের নকশা তৈরির উদ্যোগ নিয়েছে বনদপ্তর ও রাজ্য জু অথরিটি। ন্যাশনাল জু অথরিটির কাছে তা পাঠানো হবে। অনুমোদন পেলেই বাঘের খাঁচা তৈরির কাজ শুরু হবে। তারপরই গড় চুমুক মিনি জুয়ে বাঘ আসবে।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকে প্রস্তাবিত বাঘের খাঁচার নকশা তৈরির কাজ শুরু হয়েছে। নকশা তৈরি হয়ে গেলে তা ন্যাশনাল জু অথরিটির কাছে পাঠানো হবে। অনুমোদন দিলে কাজ শুরু হবে এবং তারপরই বাঘ আনা হবে। কেন্দ্রীয় জু অথরিটির টাকাতে খাঁচা নির্মাণ-সহ বাঘ রাখার জন্য যাবতীয় পরিকাঠামো তৈরির কাজ হবে।

৭৩ একর জায়গার উপর তৈরি পর্যটন কেন্দ্রের নাম ছিল মৃগ দাব। হরিণ, সজারু আর গুটিকয়েক পাখি নিয়ে পথ চলা শুরু হয়। পরিচালনার দায়িত্ব ছিল হাওড়া জেলা পরিষদের। কয়েক বছর আগে একাধিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়। জায়গা দুটো ভাগ করা হয়। একটা অংশ দেওয়া হয় বনদপ্তরকে এবং আরেকটি অংশের দায়িত্ব পায় হাওড়া জেলা পরিষদ। এই পর্যটন কেন্দ্রের নাম হয়েছে গড়চুমুক জুওলজিক্যাল পার্ক। রয়েছে কুমির, নীলগাই, এমু, ম্যাকাও, ময়ূর-সহ পঞ্চাশের বেশি প্রজাতির পাখি। আনা হয়েছে পাইথন, বাঘরোলের মতো প্রাণীদের। তৈরি হচ্ছে বাটারফ্লাই পার্ক। এছাড়া প্রাণী প্রজনন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। শীতের তিন-চার মাস এখানে ভিড় জমান পর্যটকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen