পর্যটকদের জন্য সুখবর, সাপ্তাহিক ছুটি তো কী! বড়দিন ও পয়লা জানুয়ারিতে খোলা গরুমারা অভয়ারণ্য

December 22, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪০: দুয়ারে বড়দিন, তার পরই ইংরেজি নতুন বছর, পয়লা জানুয়ারি। উৎসবের মরশুম। পর্যটকরা পাড়ি জমাচ্ছেন, পাহাড়ে, উত্তরবঙ্গে। গরুমারা অভয়ারণ্যেও পর্যটকরা ভিড় জমাচ্ছেন। এরই মাঝে পর্যটকদের জন্য এল আরও সুখবর। এবার বড়দিন ও পয়লা জানুয়ারিতে পর্যটকদের জন্য খোলা থাকবে গরুমারা অভয়ারণ্য। ছুটির দুই দিনে পর্যটকরা আরও বেশি করে জঙ্গলমুখী হবেন বলেই আশা বনদপ্তরের।

ফি সপ্তাহে বৃহস্পতিবার গরুমারায় সাপ্তাহিক ছুটি থাকে। এবার ২৫ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি বৃহস্পতিবারে পড়েছে। পর্যটনের জন্য দুটি গুরুত্বপূর্ণ দিন সাপ্তাহিক ছুটির দিনেই পড়েছে। ওই দু’দিন কি অভয়ারণ্য বন্ধ রাখা হবে? বনদপ্তর তরফে থেকে জানানো হয়েছে ওই দু’দিনই খোলা থাকছে গরুমারা।

গরুমারার এডিএফও রাজীব দে জানিয়েছেন, এবার বড়দিন ও ইংরাজি বছরের প্রথম দিন বৃহস্পতিবার পড়েছে। প্রচুর পর্যটক জঙ্গল ভ্রমণের জন্য আসবেন। সেই কারণে সাপ্তাহিক ছুটির দিনেও এবার গরুমারা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড়দিন ও পয়লা জানুয়ারিতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পর্যটকদের ভিড় থাকবে। তাই এবার অভয়ারণ্য পর্যটকের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বনদপ্তরের এহেন সিদ্ধান্তে খুশি স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের পাশাপাশি পর্যটনের সঙ্গে জড়িত অন্যান্যরাও অত্যন্ত খুশি এমন সিদ্ধান্তে। বেশি সংখ্যায় পর্যটক এলে ব্যবসা, বাণিজ্য সর্বপরি অর্থনীতি ঋদ্ধ হবে, এমনই আশা হোটেল মালিক থেকে ব্যবসায়ীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen