টানা ন’দিন ছুটি কীভাবে নেওয়া যাবে, তা নিয়ে আলোচনায় ব্যস্ত সরকারি কর্মীরা

আগামী সোম ও মঙ্গলবার যথাক্রমে আম্বেদকরের জন্মদিন ও বাংলা নববর্ষের ছুটি।

April 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী সোম ও মঙ্গলবার যথাক্রমে আম্বেদকরের জন্মদিন ও বাংলা নববর্ষের ছুটি। এরপর শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি। মাঝে বুধ ও বৃহস্পতিবার ছুটি নিলে শনি-রবিবার মিলিয়ে মোট ন’দিন টানা ছুটি প্রাপ্তি হয়ে যাবে সরকারি কর্মীদের। গত কয়েকদিন ধরে অফিসগুলিতে তো বটেই, এমনকী সামাজিক মাধ্যমে সরকারি কর্মীদের বিভিন্ন গ্রুপে মাঝের দু’দিন কীভাবে ছুটি নেওয়া যায় তা নিয়ে রীতিমতো আলোচনা চলছে। অভিজ্ঞ কর্মীরা এব্যাপারে পরামর্শও দিচ্ছেন।

সরকারি কর্মীদের ছুটির নিয়ম অনুযায়ী টানা ছ’দিনের বেশি হয়ে গেলে একাধিক ছুটির মধ্যে ক্যাজুয়াল লিভ (সিএল) নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আর্নড লিভ (ইএল) নিতে হবে। এখন সরকারি কর্মীদের ছুটির জন্য আবেদন অনলাইনে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে করতে হয়। সিএল নিলে আগাম আবেদন করার প্রয়োজন পড়ে না। কাজে যোগ দেওয়ার পরেও আবেদন করা যায়। কিন্তু ইএল-এর ক্ষেত্রে আগাম আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। বৃহস্পতিবারও সরকারি অফিসে মহাবীর জয়ন্তীর ছুটি ছিল। আজ শুক্রবার কোনও কর্মী সিএল নিয়ে টানা ছ’দিন ছুটির সুযোগ পেয়ে যাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen