দেশে প্রথম গণ স্ক্রিনিং কিয়স্ক বানালো কেরল

ফের একধাপ এগিয়ে কেরল সরকার। দক্ষিণ কোরিয়ার আদলে কেরলে তৈরি করা হল করোনা কিয়স্ক। এখানেই করোনা সন্দেহভাজনদের থেকে নমুনা সংগ্রহ করা হবে। কেরলের এর্নাকুলামে ৪টি হাসপাতালের তত্ত্বাবধানে এই কিয়স্কগুলি তৈরি করা হবে। কিয়স্কগুলিতে থাকবে আইসোলেশন ওয়ার্ড ও সোয়াব পরীক্ষার ল্যাব।

April 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের একধাপ এগিয়ে কেরল সরকার। দক্ষিণ কোরিয়ার আদলে কেরলে তৈরি করা হল করোনা কিয়স্ক। এখানেই করোনা সন্দেহভাজনদের থেকে নমুনা সংগ্রহ করা হবে। কেরলের এর্নাকুলামে ৪টি হাসপাতালের তত্ত্বাবধানে এই কিয়স্কগুলি তৈরি করা হবে। কিয়স্কগুলিতে থাকবে আইসোলেশন ওয়ার্ড ও সোয়াব পরীক্ষার ল্যাব।

এই উইস্ক (Walk-in Sample Kiosk) তৈরি করা হচ্ছে কেরলের এর্নাকুলামে। এর্নাকুলামের চারটি হাসপাতালের প্রত্যেকটিতেই থাকবে এই কিয়স্ক। কাঁচ ঘেরা কিয়স্কগুলিতে দাঁড়িয়ে স্বাস্থ্যকর্মীদের নমুনা সংগ্রহ করার একটি করে আলাদা স্থানও রয়েছে। এমনকি করোনা আক্রান্ত ও সন্দেহভাজনদের নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্যকর্মীরা যাতে সরাসরি সংস্পর্ষে না আসেন সেই ব্যবস্থাও রয়েছে কিয়স্কে। আক্রান্তদের থেকে লালার নমুনা সংগ্রহের পর স্বাস্থ্যকর্মীদের হাতের দস্তানা কিয়স্কের বাইরে থেকে স্যানিটাইজ করিয়ে আনা হবে।

এই পদ্ধতিতে গণ স্ক্রিনিং-এর ব্যবস্থা থাকবে। ফলে দ্রুত চিহ্নিত করা যাবে করোনা সংক্রমিতকে, কমবে পিপিই কিটের চাহিদা। এতে অল্প সময়েই অনেক পরীক্ষা করা সম্ভব হবে। এরকম প্রতিটি উইস্ক (Walk-in Sample Kiosk) তৈরি করতে সরকারের তরফে চল্লিশ হাজার টাকা খরচ পড়বে বলে জানান হয়। প্রতিটি কিয়স্কে ৪০ থেকে ৫০টি নমুনা রাখার ও জায়গা থাকবে। 

এই ব্যবস্থার ফলে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাও বজায় থাকবে পাশাপাশি দেশজুড়ে পিপিই কিটের এই হাহাকার ও কমবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen