বিশ্বে প্রথম, বাংলায় চালু হল গ্রিন কার্বন ক্রেডিট কার্ড
প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ক্রেডিট ট্র্যাক করবে ও কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পর্যবেক্ষণ করে তা রেকর্ড করেবে।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিশ্বে প্রথম, বাংলায় চালু হল গ্রিন কার্বন ক্রেডিট কার্ড। রাজ্য পরিবেশ বিভাগের চালু করা এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড পরিবেশ সংরক্ষণ ব্রতী ব্যক্তিদের পুরস্কৃত করবে। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহণ ব্যবহার, সাইকেল চালানো, বর্জ্য পুনর্ব্যবহার, প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলা, আতশবাজি ব্যবহারে বিরত থাকার মাধ্যমে পরিবেশকে রক্ষা করতে সাহায্য করলেই মিলবে ব্রাউন পয়েন্ট। পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করা মানুষ ‘ব্রাউন পয়েন্ট’ জিততে পারবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে।
প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ক্রেডিট ট্র্যাক করবে ও কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পর্যবেক্ষণ করে তা রেকর্ড করেবে। এই উদ্যোগটি ভারতের গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রামের আওতাধীন। সম্প্রতি পরিবেশ দপ্তরের সচিব অভিনব চন্দ্র কলকাতায় জলবায়ু সংক্রান্ত একটি কর্মসূচিতে একথা জানান। তিনি বলেন, ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহণ ব্যবহার, প্লাস্টিক ব্যাগের ব্যবহার এড়ানো, সাইকেল ব্যবহার, বাজি না পোড়ানো-সহ একাধিক পরিবেশবান্ধব কাজে উৎসাহ বাড়াতেই এই গ্রিন ক্রেডিট কার্ডের পরিকল্পনা নিয়েছে সরকার। ছাত্ররা কত পরিমাণ কার্বন সাশ্রয় করছে তা নথিভুক্ত করা হবে।
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা শুধুমাত্র পরিবেশগত কর্মসূচিই নয়, উন্নয়নমূলক তাৎপর্য রয়েছে। দেশের মধ্যে বাংলা এমন উদ্যোগ নেওয়ায় খুশি পরিবেশবিদরা।