পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় নির্বাচনে সবুজ ঝড়! অশনি সংকেত BJP-র অন্দরে

এবার এগরা-১ ব্লকের তেলামী সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল।

February 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক সমবায়ে জোড়াফুল ফুটছে। এবার এগরা-১ ব্লকের তেলামী সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। উল্লেখ্য, ওই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ৯টি। নির্বাচনে তৃণমূল দখল করেছে ৬টি আসন। অন্য তিনটি আসন দখল করেছে বিজেপি। যে পঞ্চায়েতের মধ্যে এই সমবায়, তা বিজেপির দখলে।

সোমবার সকাল থেকে সমবায় নির্বাচন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। বিকালে তৃণমূলের জয়ের খবর সামনে আসতেই সবুজ আবির নিয়ে উদযাপনে মেতে ওঠেন তৃণমূলের কর্মীরা।
বিজেপি, তৃণমূল দুই দলই নয় আসনেই প্রার্থী দিয়েছিল। মোট ভোটার ছিলেন ৭৫৫ জন। যার মধ্যে ভোট পড়েছে ৬৩৩টি। এই সমবায় সাহাড়া গ্রামপঞ্চায়েতের মধ্যে পড়ে, যা বিজেপির দখলে। বিজেপির ঘাঁটিতে এই জয়ে বাড়তি অক্সিজেন পেয়েছে বাংলার শাসক দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen