নয়াদিল্লিতে শুরু GST বৈঠক, রাজ্যের তরফে কোন দাবিগুলি তুলবেন চন্দ্রিমা ভট্টাচার্য?
নয়াদিল্লিতে (New Delhi) আজ বুধবার থেকে শুরু হয়েছে ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৯: নয়াদিল্লিতে (New Delhi) আজ বুধবার থেকে শুরু হয়েছে ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitaraman) নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিনিধিরা। বৈঠক চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। সূত্রের খবর, তিনি রাজ্যের বকেয়া ক্ষতিপূরণের অর্থ দ্রুত পরিশোধের দাবি তুলতে পারেন। রাজ্যের অভিযোগ, কেন্দ্র দীর্ঘদিন ধরে এই অর্থ আটকে রেখেছে, যার ফলে রাজ্যের আর্থিক ভারসাম্যে চাপ তৈরি হয়েছে।
মন্ত্রী ভট্টাচার্য বৈঠকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন দুধ, রান্নার তেল, ওষুধ, এবং অন্যান্য খাদ্যসামগ্রীর উপর জিএসটি (GST) ছাড়ের দাবি তুলতে পারেন। রাজ্যের মতে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।
জীবন ও স্বাস্থ্যবীমার উপর জিএসটি সম্পূর্ণ বা আংশিকভাবে মুকুব করার দাবিও তুলতে পারেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের যুক্তি, সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পরিষেবাগুলিকে আরও সহজলভ্য করা উচিত।
এই বৈঠকে জিএসটি হার পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হতে পারে। সূত্র অনুযায়ী, ১২% ও ২৮% কর হার বাতিল করে ৫% ও ১৮% হারকে প্রধান স্তর হিসেবে গড়ে তোলার প্রস্তাব বিবেচিত হচ্ছে। পাশাপাশি, ‘সিন গুডস’-এর জন্য ৪০% কর হার চালু করার সম্ভাবনাও রয়েছে।
রাজ্যের দাবিগুলি আজকের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে বৈঠকে আর কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।