করদাতাদের ঝক্কি শেষ! আরও সহজ GST Return দাখিল, WhatsApp করলেই মিলবে যাবতীয় তথ্য
যেকোনও সময় হোয়াটসঅ্যাপ করে জেনে নেওয়া যাবে জিএসটি সংক্রান্ত তথ্য। শুক্রবার থেকে পরিষেবা চালু করেছে রাজ্য সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: জিএসটি রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে নানা তথ্যের প্রয়োজন হয় করদাতাদের। তথ্য সঠিক সময়ে না-পাওয়ার জেরে জিএসটি জমা দেওয়ার ক্ষেত্রে বিলম্বের ঘটনাও ঘটে। সময় পেরিয়ে গেলে করদাতাকে জিএসটি অফিসে দৌড়তে হয় বার বার। সময় মতো তথ্যের সরবরাহ থাকলে করদাতাদের আর ঝক্কি পোহাতে হবে না বলেই মত প্রশাসনিক মহলের।
তাই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ হেল্প লাইন। যেকোনও সময় হোয়াটসঅ্যাপ করে জেনে নেওয়া যাবে জিএসটি সংক্রান্ত তথ্য। শুক্রবার থেকে পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। ৮৯৮১৮৪৩৭৩৭ নম্বরে হোয়াটসঅ্যাপে করে জিএসটি সংক্রান্ত যেকোনও তথ্য পাওয়া যাবে।
এতদিন রাজ্যের ‘ডাইরেক্টরেট অব কমার্শিয়াল ট্যাক্স’-র পোর্টালে এই সব তথ্য মিলত। কবে নোটিশ পোর্টালে উঠবে, তার জন্য অপেক্ষা করতে হত। কেন্দ্রীয়ভাবে একটি হেল্পলাইন ফোন নম্বর থাকলেও, অফিস আওয়ারেই তাতে যোগাযোগ করা যেত। হয়রানির দিন এবার শেষ হতে চলেছে। বর্তমানে শুধু মাত্র জিএসটি’র জন্য হোয়াটসঅ্যাপ হেল্প লাইনের সুবিধা চালু হলেও আগামীতে প্রফেশনাল ট্যাক্স ও বিদ্যুৎ শুল্কের জন্যও এই পরিষেবা চালু করার ভাবনা রয়েছে রাজ্যের।
বাংলায় এখন জিএসটি করদাতার সংখ্যা সাত লক্ষ। বছরে ৪২ থেকে ৪৬ হাজার কোটি টাকা জিএসটি আদায় হয় বাংলায়। রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ হেল্প লাইন কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ চ্যাটবট পরিষেবা ব্যবহার করে অভিযোগও জানানো যাবে। যাঁরা নতুন ব্যবসা চালু করতে চাইছেন, তাঁদেরও সুবিধা হবে। জিএসটি রেজিস্ট্রেশন পেতে কী করতে হবে, কী কী নথি প্রয়োজন, কোথায় যেতে হবে, সব প্রশ্নের উত্তর মিলবে। কোনও নির্দিষ্ট কোম্পানির রিটার্ন জমা দেওয়ার তারিখ, সেই কোম্পানিকে জানিয়ে দেওয়ার ব্যবস্থাও থাকছে হোয়াটসঅ্যাপ চ্যাটবট পরিষেবায়। রিটার্ন জমা দেওয়ার সময়সীমা পরিবর্তন সংক্রান্ত তথ্যও পৌঁছে যাবে।