Gujarat Bridge Collapse: গুজরাতে আবার ব্রিজ বিপর্যয়! মৃত অন্তত ৩, একের পর এক গাড়ি পড়ল নদীতে

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১১:২৮: বুধবার সকালেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল গুজরাত। ভারী বর্ষণের জেরে ভেঙে পড়ল আনন্দ (Anand) ও ভদোদরা (Vadodara) জেলার সংযোগকারী গম্ভীরা সেতু (Gambhira Bridge)। এই বিপর্যয়ে ইতিমধ্যেই অন্তত ৩জনের মৃত্যু হয়েছে। সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সময় দুটি ট্রাক ও দুটি ভ্যান-সহ বেশ কয়েকটি গাড়ি মহীসাগর নদীতে (Mahisagar River) পড়ে যায়।
দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী বাহিনী (emergency rescue teams)। উদ্ধার কাজ এখনো চলছে। তবে গম্ভীরা ব্রিজ ধসে আনন্দ, বডোদরা, ভরুচ (Bharuch) ও অঙ্কলেশ্বরের (Ankleshwar) মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা অবরুদ্ধ, যানবাহন পুরোপুরি থেমে গিয়েছে। প্রশাসন এখন বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা করছে।
এই ঘটনা থেকে প্রশ্ন ওঠে – যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে একটি সেতু দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক প্রচারে নেমেছিল, প্রশাসনকে আক্রমণ করেছিল, সেখানে নিজেদের ‘মুকুটের মণি’ গুজরাতে একের পর এক ব্রিজ দুর্ঘটনার দায় কার? এগুলোও কী “অ্যাক্ট অফ ফ্রড?”
মোরবি (Morbi) ব্রিজ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনার ক্ষত এখনও শুকায়নি। তার মধ্যেই গম্ভীরা সেতু বিপর্যয় আবারও প্রমাণ করে, বিজেপির তথাকথিত “ডবল ইঞ্জিন সরকার” (Double Engine Government) কেবল বিজ্ঞাপনে সফল, কাজে নয়। গুজরাতকে “উন্নয়নের মডেল” হিসেবে তুলে ধরা হলেও সেই রাজ্যের পরিকাঠামো এতটাই দুর্বল যে ভারী বৃষ্টি হলেই ভেঙে পড়ছে সেতু।