চোখের জল, গান স্যালুটে শেষ বিদায় কেকে-কে
সেখানেই শেষশ্রদ্ধা জানানো হয় প্রয়াত গায়ককে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হয়। তারপরেই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এরপর এয়ারপোর্ট হয়ে মুম্বই উড়ে যাবে দেহ।
Authored By:

রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হল প্রয়াত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-কে। বুধবার দুপুরে কলকাতা ফিরেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন বাঁকুড়া থেকে জেলা সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়ার কর্মীসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কলকাতা বিমানবন্দরে গান স্যালুট দেওয়া হবে সঙ্গীতশিল্পীকে। কিন্তু হঠাৎ পরিবর্তন হয় সূচির। রবীন্দ্র সদনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দেওয়া হয় গান স্যালুট। এর পর কিছুক্ষণ পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

এদিন দুপুর আড়াইটের পর এসএসকেএম থেকে রবীন্দ্র সদনে আনা হয় কেকে-র মরদেহ। সেখানেই শেষশ্রদ্ধা জানানো হয় প্রয়াত গায়ককে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হয়। তারপরেই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এরপর এয়ারপোর্ট হয়ে মুম্বই উড়ে যাবে দেহ।
