সিডনিতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, মৃত অন্তত দশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৮: বন্দুকবাজের হামলা সিডনিতে, প্রাণ হারালেন অন্তত দশজন মানুষ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব চলছিল। উৎসবের ভিড়ের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো এক বন্দুকবাজ। এই হামলার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। প্রাথমিক অনুমান, পরিকল্পনা করে ইউদিদের উৎসবে হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত বন্দুকবাজ অন্তত ৫০টি গুলি চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, কমপক্ষে তিনটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। বন্দুকবাজদের কোমরে গোলাবারুদের বেল্ট পরে ছিল। জানা গিয়েছে, বন্ডি বিচে শিশু পার্কের কাছে ইহুদিদের ‘হানুককাহ’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে হামলা চালায় ওই বন্দুকবাজ। তদন্তকারীদের অনুমান, বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করে এই ষড়যন্ত্র করা হয়েছে। গুলির শব্দ পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। পালটা গুলি চালানোয় মৃত্যু হয়েছে এক বন্দুকবাজের। অন্য আরও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সমাজ মাধ্যমে হামলার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক বন্দুকবাজ পথচারীরর দিকে বন্দুক তাক করেছেন। পথচারীর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি পালানোর চেষ্টা করছেন। দ্বিতীয় বন্দুকবাজ একটি সেতু থেকে গুলি চালাচ্ছিল।
ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।