ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, নিহত অন্তত ৫
সূত্রের খবর, মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও।
June 2, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল আমেরিকা। বুধবার ওকলাহোমার টুলসায় একটি হাসপাতালে তাণ্ডব চালায় এক বন্দুকবাজ। এই অতর্কিত আক্রমণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও।
আচমকাই টুলসা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতাল এক ব্যক্তি হামলা চালায়। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে সেখানে উপস্থিত মানুষের উপর নির্বিচারে গুলি চালায় সে। কী কারণে এই হামলা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
টুলসার পুলিশ সূত্রে খবর, আর কোনও হামলাকারী সেখানে লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করছেন তারা। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই আহত হয়েছেন।