এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা, শিকাগোয় নিহত ৯
বন্দুকবাজের হামলা থেকে নিস্তার নেই মার্কিন মুলুকের।
July 5, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বন্দুকবাজের হামলা থেকে নিস্তার নেই মার্কিন মুলুকের। রোজ আমেরিকার কোনও না কোনও শহরে এইরকম ঘটনার খবর আছে। বলি হচ্ছেন সাধারণ মানুষ। এবার শিহরিত শিকাগো।
৪ জুলাই শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ন’জনের। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।
শিকাগোর পুুলিশ সূত্রে খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।