গুড়াপে শিশুকন্যা খুন-ধর্ষণে ফাঁসির সাজা ঘোষণা, কী প্রতিক্রিয়া নির্যাতিতার মায়ের?

২০২৪ সালের ২৪ নভেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল শিশুটি। খোঁজাখুঁজি করতে গিয়ে অশোক সিংহ নামে এক প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল।

January 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
গ্রাফিক: মানস মোদক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনালের চুঁচু়ড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। নিহত নির্যাতিতার প্রতিবেশী প্রৌঢ় অশোক সিংহকে মৃত্যুদণ্ড দিলেন বিচারপতি। গত বুধবার তাকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। ঘটনার ৫৪ দিনের মাথায় রায় ঘোষণা করল চুঁচুড়া আদালত।

রায়ের পর নির্যাতিতার মা কাঁদতে কাঁদতে বলেন, “আজ মেয়েটার জন্মদিন। জন্মদিনে কেক খেতে চেয়েছিল মেয়েটা! সেটা তো আর খাওয়াতে পারলাম না।” পুলিশি তদন্ত ও আদালতে বিচারপ্রক্রিয়া নিয়ে খুশি তিনি। তিনি আরও বলেন, “পুলিশের উপরেই সব ছেড়ে দিয়েছিলাম। পুলিশ খুব ভাল কাজ করেছে। আদালতের রায়ে আমরা খুশি।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ নভেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল শিশুটি। খোঁজাখুঁজি করতে গিয়ে অশোক সিংহ নামে এক প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল। এর পরই অভিযুক্ত প্রৌঢ়কে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে প্রৌঢ়কে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণ-খুনের ঘটনায় গত ৯ ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। চার্জ গঠন হয় ১১ ডিসেম্বর। এক মাসের মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ-সহ গোটা বিচারপ্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। আদালতের রায়ে খুশি গ্রামবাসীরা। আদালত থেকে বেরোনোর পর সরকারি আইনজীবী এবং পুলিশ আধিকারিকদের বরণও করেন গ্রামবাসীরা।

গুড়াপে শিশুকন্যা খুন-ধর্ষণ মামলায় দ্রুত সাজা ঘোষণায় বিচার বিভাগ, হুগলি গ্রামীণ জেলা পুলিশকেকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen