H-1B Visa: ট্রাম্পের ভিসানীতি ‘পারিবারিক বিপর্যয়’ ঘটে যেতে পারে, আশঙ্কা ভারতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্ত চিন্তায় ফেলেছে আমেরিকায় কাজ করতে যাওয়া ভারতীয়দের। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, H-1B ভিসা নিয়ে আমেরিকায় ঢুকতে চাইলে আগে ১ লক্ষ ডলার ফি (ভারতীয় অঙ্কে ৯০ লক্ষ টাকা) দিতে হবে। টাকা না দিলে ভিসা দেওয়া হবে না, দেশে প্রবেশও বন্ধ হবে। এই ঘোষণার পর থেকেই দুচিন্তায় পড়েছে ভারতীয় পরিবারগুলি।
আমেরিকার এই নয়া ভিসানীতি নিয়ে এ বার উদ্বেগপ্রকাশ করল ভারত। শনিবার বিকেলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিষয়টি উল্লেখ করে জানায়, এই পদক্ষেপের ফলে এইচ-১বি ভিসাধারী মানুষের জীবনে পারিবারিক বিপর্যয় ঘটে যেতে পারে। ভারত সরকার মনে করে, এ ব্যাপারে ট্রাম্প প্রশাসন যথাযথ ব্যবস্থা করবে।
বিদেশ মন্ত্রকের আশঙ্কা, নয়া ভিসানীতির ফলে প্রভাব পড়বে আমেরিকায় কাজ করতে যাওয়া ভারতীয়ের পরিবারগুলির উপরে। ফলে একেবারেই হালকাভাবে নেওয়া হচ্ছে না এই মার্কিন পদক্ষেপকে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এইচ-১বি ভিসার নয়া নীতি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবে বিশেষজ্ঞরা। তারপরেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। শিল্পক্ষেত্রে ভারত এবং আমেরিকার অংশীদারিত্বের উপর জোর দিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলেছে, ‘‘আশা করা যেতে পারে যে তারা (মার্কিন প্রশাসন) সর্বোত্তম পথ নির্ধারণের জন্য পরামর্শ করবে।’’