হাদির হত্যাকারী দুবাইয়ে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা

December 31, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: ইনকিলাব মঞ্চে আহ্বায়ক ওসমান হাদির খুনিরা এখনও অধরা। হত্যাকারীরা এখন কোথায়, তা জানেই না বাংলাদেশ পুলিশ। কদিন আগেই ঢাকা পুলিশ দাবি করেছিল, অভিযুক্ত ফয়সাল মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। সেই দাবি খারিজ করেছে মেঘালয় পুলিশ ও বিএসএফ। হাদির হত্যাকারী কি এখন দুবাইয়ে? এক ভাইরাল ভিডিও ঘিরে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

সদ্য ৪ মিনিট ১ সেকেন্ডের এক ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, খয়েরি রঙের হুডি পরে রয়েছেন এক যুবককে। তিনি নিজেকে হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল বলে দাবি করছেন। ফয়সালের দাবি, তিনি দুবাইয়ে রয়েছেন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

হাদির মৃত্যুর পরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ওপার বাংলার জায়গায় জায়গায় ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। গত রবিবার বাংলাদেশের পুলিশ দাবি করে, হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম ওরফে দাউদ খান মেঘালয় সীমান্ত হয়ে ভারতে পালিয়েছেন। সেই দাবি উড়িয়ে দিয়েছে বিএসএফ। মেঘালয় পুলিশও জানিয়েছে এমন কোনও তথ্য নেই। এই আবহে বুধবার সমাজ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে এক যুবক নিজেকে ফয়সাল করিম মাসুদ বলে দাবি করেন।

ভিডিও ফয়সাল বলেন, “হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আমার জড়িত থাকার কথা আপনারা জানেন। আমি হাদি হত্যার ঘটনার সঙ্গে কোনওভাবে জড়িত নই। এটি একটি চক্রান্ত। এই কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। দেশ ছেড়ে চলে এসেছি দুবাইতে। দুবাইয়ে আছি।” ফয়সালের দাবি, দুবাইয়ের পাঁচ বছরের ‘মাল্টিপল ভিসা’ ছিল তাঁর কাছে। নিহত হাদির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও দাবি করেছেন ওই যুবক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেছেন ফয়সাল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen