হাঁসখালি কাণ্ড: মূল তিন অভিযুক্তর আমৃত্যু কারাদণ্ড, বাকি দোষীদের কারাদণ্ডের শাস্তি

December 23, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩১: নদিয়ার হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ এবং খুনের ঘটনায় আজ, মঙ্গলবার সাজা ঘোষণা করলেন বিচারপতি। সোমবারই ধৃত ৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট আদালত। নদিয়ার হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় মূল তিনজন অভিযুক্তকে যাবজ্জীবন সাজা দিল আদালত। জানা যাচ্ছে, সোহেল (ব্রজ) গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রণজিৎ মল্লিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। আদালতের রায়ে অখুশি নির্যাতিতার পরিবার। তাঁরা ফাঁসির সাজা চেয়েছিলেন। আসামিদের আইনজীবীর দাবি, তারা উচ্চ আদালতে যাবেন।

সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি এবং আরও এক জনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯ জনের মধ্যে একজন নাবালক ছিলেন ঘটনার সময়। তাকে আপাতত জামিনে দিয়ে নজরদারিতে রাখা হবে। এক বছর পর আদালত তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

২০২২ সালের ১০ এপ্রিল হাঁসখালি থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। জানানো হয়, ৫ এপ্রিল ব্রজ গয়ালির জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। ব্রজ গয়ালি এবং তাঁর কয়েকজন বন্ধু মিলে নাবালিকাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযোগ, রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে। নাবালিকার মৃত্যু হলে প্রমাণ লোপাটের জন্য তাড়াতাড়ি দেহ সৎকার করা হয়। ঘটনার চার দিন পর কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। সিবিআই ৮৫ দিনের মধ্যে ২০৯ পাতার চার্জশিট জমা দেয়। দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে তিন বছর আট মাস ন’দিন পর সোমবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়। বিচারক সৌমেন গুপ্তর মামলায় রায়দান করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen