সৌরভকে বাংলায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন শচীন

ক্রিকেটার থেকে সেলিব্রিটি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন সৌরভের জন্মদিনে। এবার ফেসবুকে বাংলায় শুভেচ্ছা জানালেন শচীন

July 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

৪৯ বছরে পা দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ক্রিকেটার থেকে সেলিব্রিটি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন সৌরভের জন্মদিনে। এবার ফেসবুকে বাংলায় শুভেচ্ছা জানালেন শচীন (Sachin Tendulkar)।

এদিন তিনি ফেসবুকে লেখেন, আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।মাঠ ও মাঠের বাইরে সৌরভ ও শচীনের বন্ধুত্ব তিন দশকেরও বেশি সময়ের।

শচীন-সৌরভের জুটি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা জুটি হয়ে ওঠে। সৌরভ ও শচীনের ওপেনিং জুটিতে রয়েছে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড। ১৭৬ ম্যাচে তাঁরা জুটি বেঁধে করেছেন ৮,২২৭ রান। এরমধ্যে ১৩৬ ম্যাচে তাঁরা ওপেনিং জুটিতে করেছেন ৬,৬০৯ রান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen