মোদী-রাজ্য গুজরাতে রহস্যমৃত্যু নদিয়ার পরিযায়ী শ্রমিকের, মৃত্যুর কারণ ঘিরে উঠছে প্রশ্ন

October 19, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি১০.৩০: বিজেপিশাসিত একের পর এক রাজ্য থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলার খবর সামনে আসছে। কয়েকটি রাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বাংলার শ্রমিকদের। এবার মোদী রাজ্য গুজরাতে রহস্য মৃত্যু হল বাংলার এক শ্রমিকের। মৃতের নাম মশিয়ার বিশ্বাস। বয়স ৩১ বছর।

বাড়তি রোজগারের আশায় গুজরাতে গিয়েছিলেন নদিয়ার যুবক। ফিরলেন মৃতদেহ রূপে। ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছে মশিয়ার বিশ্বাসের পরিবার। নদিয়ার হরিণঘাটা থানার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের কুরুম বেরিয়াম এলাকার বাসিন্দা ছিলেন তিনি। রাজমিস্ত্রির কাজ করতেন মশিয়ার। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

জানা গিয়েছে, মাস দুয়েক আগে গুজরাতে গিয়েছিলেন মশিয়ার। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। নির্মীয়মাণ বহুতলে কাজ চলাকালীন হঠাৎই ছাদ থেকে পড়ে যান ওই যুবক। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃত্যুসংবাদ ফোনে জানানো হয় তাঁর পরিবারকে। মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শনিবার সন্ধ্যায় গুজরাত থেকে তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছয়। কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। মৃতের বাবা মঞ্জুর আলি বিশ্বাস জানান, ছেলে গুজরাটে কাজ করত। ফোনে কথা হত নিয়মিত। একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে বুঝতে পারছি না কী করবেন তাঁরা। মশিয়ার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁর মৃত্যুতে অনিশ্চয়তার মুখে পড়েছে গোটা পরিবার। গোটা এলাকায় শোকের ছায়া। মশিয়ারের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ এর আড়ালে? প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen