হরিশ্চন্দ্রপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

প্রার্থী বিজেপিকে ভোট দেওয়ার জন্য ৪০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখান।

April 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

 মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি(BJP) প্রার্থী মতিউর রহমানকে(Motiur Rehman) মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষে পাল্টা অভিযোগ, প্রচারে বেরিয়ে বাথরুম করার নামে বাড়িতে ঢুকে গৃহবধূকে একা পেয়ে হেনস্তা করেছে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থী। আক্রান্ত গৃহবধূ জানান, বিজেপি প্রার্থী শুক্রবার বিকেলে আমাদের শৌচালয় ব্যবহার করতে আসেন। শৌচকর্ম থেকে ফিরে এসে তিনি বিজেপিকে ভোট দিতে বলেন। আমার কাকা শ্বশুর তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। আমার শ্বশুরবাড়ির লোকজন সকলেই তৃণমূল করেন। ওই গৃহবধূ বলেন, ফলে অন্য কোনও দলকে ভোট দিতে পারব না বলে প্রার্থীকে সাফ জানিয়ে দিই।

প্রার্থী বিজেপিকে ভোট দেওয়ার জন্য ৪০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখান। আমি কোনওমতেই রাজি না হওয়ায় তিনি আমার সঙ্গে অভব্য আচরণ করেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বিজেপি প্রার্থী মতিউর রহমান কোনও মন্তব্য করতে চাননি। বিজেপির মালদহ জেলা সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, বিজেপি প্রার্থীকে বদনাম করতে তৃণমূল মিথ্যা ও বাজে অভিযোগ করেছে। এক মহিলাকে দিয়ে তারা ভিত্তিহীন অভিযোগ তুলেছে। হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস বলেন, শ্লীলতাহানি বিষয়ে কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen