নিজেই ঘোষণা করলেন হরমনপ্রীত, তার নামে স্ট্যান্ড তৈরি হচ্ছে—কোন স্টেডিয়ামে?

November 29, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বিশ্বকাপ জয়ের পর থেকেই। ঝুলন গোস্বামীর নামে আগেই ভারতের জনপ্রিয় স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল। এবার সদ্য শেষ হওয়া মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের নামও দেখা যাবে স্টেডিয়ামের স্ট্যান্ডে। মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়ামে (মূলত মুল্লানপুরে) হরমনপ্রীতের নামে স্ট্যান্ড উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। সম্প্রতি ভারতীয় মহিলা দলের নেতৃত্বে তার প্রথম উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় নিশ্চিত করে হরমনপ্রীত দেশের মহিলা ক্রিকেটে এক মাইলফলক স্থাপন করেছেন।

এই স্বীকৃতি শুধু একটি স্ট্যান্ডের নামকরণ নয়, বরং ভারতের মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বড় সম্মান। তিনি এখন কপিল দেব, এমএস ধোনি ও রোহিত শর্মার মতো বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনদের লিস্টে স্থান পেয়েছেন। তার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জয়লাভ করে, এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল জিতে পুরো দেশকে গর্বিত করেন।

এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হরমনপ্রীত প্রথমবার এই খবর নিশ্চিত করেন, তিনি বলেন “পিসিএ থেকে আমার কাছে একটি চিঠি এসেছে, শীঘ্রই মুল্লানপুরে আমার নামে স্ট্যান্ড উন্মোচন হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen