হরমনপ্রীত কাউরের দুরন্ত শতরানের সুবাদে ইংল্যান্ডে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত।

July 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০৬: অধিনায়ক হরমনপ্রীত কাউরের (Harmanpreet Kaur ) দুরন্ত শতরানের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে (ODI against England ) ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩১৮ রান তোলে ভারত। জবাবে ৪৯.৫ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত। বড় ইনিংসের ভিত প্রথম উইকেটে গড়ে দেন মান্ধানা (৪৫) ও প্রতীকা রাওয়াল (২৬)। তাঁদের জুটিতে ওঠে ৬৪। এই দু’জন আউট হওয়ার পর দলকে ভরসা জোগালেন হরমনপ্রীত। ৮৪ বলে তাঁর ১০২ রানের দুরন্ত ইনিংস সাজানো ১৪টি চারে। এছাড়া রান পেয়েছেন জেমাইমা (৫০), হারলিন দেওল (৪৬) ও রিচা ঘোষ (৩৮)। জবাবে ৮ রানেই দুই উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে প্রাথমিক ধাক্কা সামলে স্কাইভার ব্রান্ট (৯৮) জয়ের আশা জিইয়ে রেখেছিলেন। কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন আউট হওয়ার পরই প্রতিপক্ষকে চেপে ধরেন ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ৩০৫ রানেই গুটিয়ে যায় হোম টিম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen