হরমনপ্রীতদের বিশ্বজয় উদযাপন, শেষ হচ্ছে BLO-দের প্রশিক্ষণ, রঞ্জিতে বাংলা, রাজ্য মন্ত্রিসভার বৈঠক, দিনভর কোন কোন খবরে নজর থাকবে?

November 3, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: আজ, সোমবার দিনভর কোন কোন খবরে নজর থাকবে।

 

শেষ হচ্ছে BLO-দের প্রশিক্ষণ

মঙ্গলবার থেকে শুরু হবে বাড়িতে বাড়িতে SIR-র জন্য ফর্ম বিলি। আজ ৩ নভেম্বর শেষ হচ্ছে BLO-দের প্রশিক্ষণ। বারে বারে আসন্তোষ প্রকাশ করেছেন BLO-রা। তাঁদের ক্ষোভ কি প্রশমিত হল?

 

হরমনপ্রীতদের বিশ্বজয় উদযাপন

বিশ্বজয় করেছেন হরমনপ্রীতরা। গোটা দেশ ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয় উদযাপন করছে। আজ নজর থাকবে বিশ্বজয়ীদের সেলিব্রেশনের দিকে।

রঞ্জি ট্রফিতে বাংলা

ত্রিপুরার বিরুদ্ধে দ্বিতীয় দিনে বাংলার ইনিংস শেষ হয়েছে ৩৩৬ রানে। সুদীপ কুমার ঘরামি করেছেন ১০৮, শাকির হাবিব গান্ধী ৯৫। সোমবার থেকে ম্যাচের তৃতীয় দিনে নজর থাকবে বাংলার বোলারদের পারফরম্যান্সের দিকে। শামির পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করছে লাল বলের ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ।

 

রাজ্য মন্ত্রিসভার বৈঠক

নভেম্বর মাসের প্রথম কর্মদিবসে বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভার। সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসছে মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিসভার বৈঠকে কী কী সিদ্ধান্তে নেওয়া হবে, সেদিকেই নজর থাকবে।

সুপ্রিম কোর্টে পথ কুকুর মামলা

পশ্চিমবঙ্গ এবং তেলঙ্গানা বাদে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের আজ সোমবার সশরীরে দেশের শীর্ষ আদালতে উপস্থিত হয়ে তাঁদের এই সংক্রান্ত অবস্থান জানাতে হবে। পশ্চিমবঙ্গ আর তেলঙ্গানা ছাড়া আর কোনও রাজ্য সুপ্রিম কোর্টে এই বিষয়ে হলফনামা দেয়নি।

 

‘অযোগ্য’দের তালিকা প্রকাশ

স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফে আজই প্রকাশ করা হবে ‘অযোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই তালিকাভুক্ত ব্যক্তিরা আর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। আজ থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া।

বিহারে ভোট প্রচার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর পর সোমবার বিহারে জনসভা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আগামী ৬ তারিখ বিহারে প্রথম দফার ভোট গ্রহণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen