দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র, Asia Cup-এ আটকে গেলেন হরমনপ্রীতরা
এশিয়া কাপে সুপার ফোর পর্বে এসে থমকাল ভারতের জয়যাত্রা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:২০: এশিয়া কাপে সুপার ফোর পর্বে এসে থমকাল ভারতের জয়যাত্রা। গ্রুপ লিগে টানা তিন ম্যাচ জেতার পর বুধবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করতে বাধ্য হলেন হরমনপ্রীত সিংরা। একাধিক গোলের সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত ভাগ নিয়েই সন্তুষ্ট থাকতে হল মেন ইন ব্লুকে।
কলকাতায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধে ৭টা ৩০ মিনিটে। কিন্তু প্রবল বর্ষণে খেলা শুরু হয় প্রায় ৫০ মিনিট দেরিতে। ছন্দ হারিয়েই কি না, ম্যাচের প্রথমেই চাপের মুখে পড়ে ভারত। যদিও শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন হার্দিক সিং। কিন্তু চার মিনিটের মধ্যেই পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। এরপর মাত্র দু’মিনিটের ব্যবধানে আরেকটি গোল করে এগিয়েও যায় কোরিয়া।
তবে প্রথম কোয়ার্টারের পর ভারত ধীরে ধীরে ছন্দ ফিরে পায়। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে একাধিকবার গোলের সুযোগ আসে। পেনাল্টি কর্নার থেকেও গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু কোরিয়ান রক্ষণ ভাঙতে পারেনি ভারত। অবশেষে ম্যাচের ৫২ মিনিটে গোল করেন মনদীপ সিং। সমতা ফেরানোয় স্বস্তি মেলে ভারতীয় শিবিরে।
ড্রয়ের ফলে ভারতীয় দলের ঝুলিতে এদিন ১ পয়েন্ট যোগ হয়েছে। সুপার ফোরে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। ফাইনালে উঠতে হলে প্রথম দুইয়ের মধ্যে জায়গা করে নিতে হবে হরমনপ্রীতদের। সামনে রয়েছে মালয়েশিয়া ও চিনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ।