২৬শের আগেও টলমলে আলিমুদ্দিন! সংগঠনে তরুণ প্রজন্মের খরা কাটাতে ব্যর্থ CPM?

October 31, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:৫৩: ২০২৬-র রাজ্য বিধানসভা নির্বাচনের আগে টলমলে আলিমুদ্দিন (Alimuddin ST)! দলে তরুণ ও মহিলাদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও নিচুতলায় দেখা যাচ্ছে ঠিক বিপরীত চিত্র। সংগঠন শক্তিশালী করতে এবং পুনর্গঠনের লক্ষ্যেই সম্প্রতি পার্টির অভ্যন্তরীণ চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, নিচুতলে যুব ও মহিলা সদস্যের ঘাটতি দলকে দুর্বল করছে। তাই দ্রুত অন্তর্ভুক্তি ও পুনর্নবীকরণের কাজে কঠোরতা আনতে হবে।

পার্টি সূত্রে জানা গেছে, বহু শাখা কমিটি এজি (AG) সদস্যবিহীন থেকে যাচ্ছে। আবার শাখায় মহিলা ও ৩১ বছরের কম বয়সি সদস্য নেই বললেই চলে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্ভাবনাময় কর্মীদের চিহ্নিত করে তাঁদের এগিয়ে দেওয়ার প্রক্রিয়ায় ঘাটতি রয়েছে। নিয়মিত সাংগঠনিক পর্যালোচনার পাশাপাশি তরুণ সর্বক্ষণের কর্মী গড়ে তোলার ওপরও জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে, রাজ্য নেতৃত্ব যেখানে তরুণ প্রজন্মকে সামনে আনার কথা বলছে, সেখানে শাখা ও এরিয়া স্তরে সেই উদ্যোগ ফল দিচ্ছে না কেন? রাজ্যের নেতৃত্বে রদবদল, তরুণ মুখ তুলে আনা, এমনকি লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রার্থীতালিকায় তরুণদের অগ্রাধিকার দিয়েও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি সংগঠনের মূলভিত্তিতে।

দলের ভিতরে আলোচনায় এসেছে কয়েকটি কারণ। তরুণ সমাজের রাজনৈতিক উদাসীনতা, ৩৪ বছরের বাম শাসনের নেতিবাচক ভাবমূর্তি, আর সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা থাকলেও মাঠে সংগঠনে না নামার প্রবণতা- এসবই বাধা হিসেবে দেখা হচ্ছে। সিপিএমের (CPM) ধারণা, এই দুর্বলতা কাটিয়ে উঠতে এখন সবচেয়ে জরুরি তরুণ ও মহিলা কর্মী তৈরি করা এবং তাঁদের সংগঠনের গুরুত্বপূর্ণ স্তরে জায়গা করে দেওয়া। তবে প্রশ্ন রয়ে গেছে, আলিমুদ্দিনের নির্দেশ মাঠে কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen