Whatsapp অ্যাকাউন্ট ব্যান হয়েছে? জানুন ফিরে পাওয়ার উপায়
নিজের ফোন নম্বর (দেশের কোড-সহ), অ্যাকাউন্ট ব্যানের কারণ লিখতে। আবেদন পাওয়ার পরই বিষয়টা খতিয়ে দেখবে সংস্থা।
April 8, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিবছরই বহু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়। ব্যান হওয়া হোয়াটসঅ্যপও ফিরে পাওয়া সম্ভব। প্রথমে দেখতে হবে কেন ব্যান করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ওপেন করে প্রথমে যান সেটিংসে। সেখান থেকে হেল্প ও টার্মল অ্যান্ড প্রাইভেসি পলিসিতে যান।
- কয়েকটি ধাপ ফলো করুন।
- হোয়াটসঅ্যাপ খুলুন।
- দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যানের নোটিফিকেশন।
- Request a Review অপশনটি ট্যাপ করুন।
- আপনার ফোনে যে ওটিপি যাবে, সেটি দিন।
- ভেরিফিকেশনের পর রিভিউয়ের রিকোয়েস্ট করুন।
- এরপর নিজের বক্তব্য লিখুন।
বক্তব্য মেল মারফতও জানা যেতে পারেন। ব্যানের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করতে পারেন। নিজের ফোন নম্বর (দেশের কোড-সহ), অ্যাকাউন্ট ব্যানের কারণ লিখতে। আবেদন পাওয়ার পরই বিষয়টা খতিয়ে দেখবে সংস্থা। যদি প্রমাণিত হয় নিয়ম ভাঙার কারণে অ্যাকাউন্ট ব্যান হয়েছে, তাহলে ফেরত পাওয়ার কোনও আশা নেই। নতুবা হোয়াটসঅ্যাপ চালু হতে পারে।