ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন হাসিনা, অভিযোগের প্রেক্ষিতে কী বলল নয়া দিল্লি?

December 14, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৩০: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ, শেখ হাসিনা (Sheikh Hasina) ভারতে বসে উস্কানি দিচ্ছেন। আজ, রবিবার বিবৃতিও জারি করেছে ঢাকা। ইউনুস সরকারের বিবৃতির পাল্টা বিবৃতি দিল নয়া দিল্লি। ঢাকার দাবি উড়িয়ে ভারত সরকার সাফ জানাল, বাংলাদেশের জনতার স্বার্থের পরিপন্থী এমন কোনও কাজের ক্ষেত্রে ভারতের মাটি ব্যবহার করে করতে দেওয়া হয় না।

আজ, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে বাংলাদেশের বিদেশমন্ত্রক। এছাড়াও বিবৃতি প্রকাশ করে অন্তর্বর্তী বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সমাজ মাধ্যমে তা পোস্ট করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি খারিজ করছে দিল্লি।

নয়া দিল্লি বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারত। ভারত বিবৃতিতে জানিয়েছে, “বাংলাদেশের বন্ধুবৎসল জনতার স্বার্থবিরোধী কোনও কাজে কখনওই ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষপ করবে।”

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলেছে, “ভারতীয় হাই কমিশনারকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। হাই কমিশনারকে জানানো হয়েছে যে, ভারতে অবস্থানকারী পলাতক অপরাধী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্ন করা ও আসন্ন নির্বাচন বানচাল করার অসাধু উদ্দেশ্যে ক্রমাগতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ও তাঁর দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য নির্দেশনা দিচ্ছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen