‘হাসির আলো’ প্রকল্পে দিনহাটা মহকুমায় লক্ষাধিক পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ
বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসির আলোর প্রকল্পে অন্তর্ভুক্ত হতে গেলে তিন মাসে সবচেয়ে বেশি ৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ করা যাবে।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দিনহাটা মহকুমায় ১ লক্ষ ১৮ হাজার ৮৮৭টি পরিবার ‘হাসির আলো’ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। ১০০ শতাংশ বিদ্যুৎ বিলের ছাড় দিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন।
বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসির আলোর প্রকল্পে অন্তর্ভুক্ত হতে গেলে তিন মাসে সবচেয়ে বেশি ৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ করা যাবে। তাই এই প্রকল্পের আওতায় উপভোক্তরা শুধুমাত্র আলো জ্বালাতে পারবেন বাড়িতে। ১০ ওয়াটের পাঁচটি এলইডি বাল্ব দিনে ১২ ঘণ্টা জ্বালিয়ে রাখতে পারবেন তাঁরা। যাঁরা আর্থিকভাবে পিছিয়ে তাঁদের বাড়িতে আলো জ্বালাতে এই প্রকল্প। বছরে ৩০০ ইউনিট আলো জ্বালাতে পারবেন তাঁরা। ২০০ ওয়াটের লোড নিতে পারবে এই সংযোগ। তবে অনেকেই এই প্রকল্পের আওতাভুক্ত হওয়ার পরে বেশি করে বিদ্যুৎ ব্যবহার করেন। ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ তিন মাসে মধ্যে খরচ করলেই এই প্রকল্প থেকে নাম বাদ যাবে তাঁদের।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের দিনহাটার ডিভিশনাল ম্যানেজার কল্যাণবর সরকার বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে দিতেই হাসির আলো প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় ১ লক্ষ ১৮ হাজার ৮৮৭ টি পরিবার রয়েছে দিনাটায়। এই পরিবারগুলি ৭৫ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করায় ১০০ শতাংশ বিদ্যুৎ বিল ছাড় দেওয়া হচ্ছে। বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ায় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও তাঁদের বাড়িতে পৌঁছে দিচ্ছি আমরা।