যাদবপুরের অলিগলিতে সায়নী! বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগ জোড়াফুল প্রার্থীর

যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শনিবার সকালে ১১১ নম্বর ওয়ার্ডে প্রচার করেন

May 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ সায়নী ঘোষ এক্স হ্যান্ডেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝড়-বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামলেও, কিন্তু ভোট যতই এগোচ্ছে প্রচারের পারদও বাড়ছে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।


যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শনিবার সকালে ১১১ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। ১১১ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্ক, ব্রহ্মপুর মোড়, ঋষি রাজনারায়ণ রোডে প্রচার সারেন। তাঁর সঙ্গে ছিলেন টালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস ও কাউন্সিলার সন্দীপ দাস।

বেলা গড়াতে ৯৫ নম্বর ওয়ার্ডের অলিগলিতে গিয়ে প্রচার চালান সায়নী, স্থানীয় বাসিন্দাদের বাড়ির দরজায় পৌঁছে যান। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সেলফির আবদারও মেটান অভিনেত্রী-প্রার্থী। হেঁটে প্রচার করেন তিনি। বিকেলে ভাঙড়ে প্রচার থাকলেও বৃষ্টির জন্য তা বাতিল হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen