পঞ্চায়েত ভোটে CBI তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের
পঞ্চায়েত ভোটে CBI তদন্তে অন্তর্বর্তী কালীন স্থগিতাদেশ হাইকোর্টের
June 23, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েত নির্বাচনের এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত বুধবার বিচারপতি অমৃতা সিনহা, পঞ্চায়েত নির্বাচনের এক মামলায় নজিরবিহীনভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিল রাজ্য। সেই নির্দেশের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।