পরের আইপিএলে চেন্নাইয়ের অধিনায়ক তিনিই, জানালেন ধোনি

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগে ধোনি বললেন, তিনি পরের বারও মাঠে নামবেন অধিনায়ক হিসেবে চেন্নাইয়ের ঘরের মাঠেই।

May 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ধোনি, ছবি সৌঃ আইপিএল টুইটার

একচল্লিশ বছর বয়স্ক মহেন্দ্র সিং ধোনি আগামী আইপিএলেও তিনি থাকবেন। তার আইপিএল কেরিয়ার এ বছর শেষ হয়ে যাচ্ছে না। আগামী দিনেও তিনি নামবেন চেন্নাই সুপার কিংসের হয়েই এবং অধিনায়কত্বও করবেন!

চলতি আইপিএলে চার বারের জয়ী চেন্নাইয়কে প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে যেতে হয়েছে। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগে ধোনি বললেন, তিনি পরের বারও মাঠে নামবেন অধিনায়ক হিসেবে চেন্নাইয়ের ঘরের মাঠেই।

রাজস্থান ম্যাচের খেলা শুরুর আগে ধোনির কাছে প্রশ্ন গিয়েছিল, তিনি পরের বারও খেলবেন তো? সেই প্রশ্নের উত্তরে সহাস্য ভাবে ধোনি বলে দিলেন, “অবশ্যই খেলব পরের বছর। কারণ, চেন্নাইকে ঠিকঠাক ধন্যবাদ না দিয়ে যাওয়াটা ঠিক হবে না। চেন্নাই সমর্থকদের সঙ্গে সেটা করতে পারব না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen