‘অযথা জেরা করে ক্লান্ত করে দিতেন আমায়’, নাম না করে গোয়েঙ্কাকে তোপ রাহুলের

November 17, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: আইপিএলে পাঁচটি দলের জার্সি গায়ে মাঠে নামলেও নেতৃত্বের অভিজ্ঞতা কে এল রাহুলের মূলত দুটি ফ্র্যাঞ্চাইজিতে—২০২০ ও ২০২১ সালে পঞ্জাব কিংস এবং ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টস। ব্যাট হাতে ধারাবাহিক সফলতা থাকা সত্ত্বেও অধিনায়ক হিসেবে কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। বিশেষ করে আইপিএল ২০২৪–এর একটি ম্যাচের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে লজ্জাজনক হারের পর এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মাঠে রাহুলের তীব্র কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ম্যাচে ১৬৫/৪ রান তুলেও মাত্র ৯.৪ ওভারে কোনও উইকেট না নিয়েই হার—এর পরই সমালোচনার মুখে পড়েন রাহুল এবং পরবর্তী মেগা নিলামের আগে এলএসজি তাঁকে ধরে রাখেনি, যদিও তিনিই ছিলেন দলের সর্বোচ্চ রান-গেটার।

ঘটনা নিয়ে এতদিন মুখ না খুললেও সম্প্রতি জতীন সাপ্রুকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার নেতৃত্বের চাপ নিয়ে খোলাখুলি কথা বলেন রাহুল। সরাসরি নাম না নিলেও ফ্র্যাঞ্চাইজি পর্যায়ের অতিরিক্ত জবাবদিহিকে তিনি পরোক্ষভাবে আক্রমণ করেন। রাহুলের বলেন, খেলায় জয়ের কোনও নিশ্চয়তা নেই—যারা খেলাধুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তারা ব্যাপারটা বোঝেন। কিন্তু যারা খেলাধুলার সঙ্গে জড়িত নন, তাদের কাছে প্রতিটি সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হয়, যা অত্যন্ত ক্লান্তিকর।

তিনি জানান, অগণিত মিটিং, পর্যালোচনা আর মালিকানা স্তরে প্রশ্নোত্তর—এসবই মানসিকভাবে তাকে আন্তর্জাতিক ক্রিকেটের দশ মাসের চেয়েও বেশি ক্লান্ত করে দিয়েছে। কেন কে একাদশে খেলছে, কেন প্রতিপক্ষ বেশি রান করল, কেন তাদের স্পিনাররা বেশি টার্ন পেল এ ধরনের প্রশ্ন তাঁকে বারবার শুনতে হয়েছে। রাহুলের মতে, কোচ ও নির্বাচকেরা যেহেতু খেলাটা বোঝেন, তাই তাদের কাছে জবাবদিহি স্বাভাবিক; কিন্তু খেলায় অনিশ্চয়তা মেনে নেওয়াটা সবাই পারে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen