হাসপাতাল থেকে স্বস্তির বার্তা: কেমন আছেন রবার্তো কার্লোস?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা ডিফেন্ডার রবার্তো কার্লোসের স্বাস্থ্য নিয়ে ছড়ানো উদ্বেগে অবশেষে স্বস্তির খবর মিলল। হৃদযন্ত্র সংক্রান্ত একটি চিকিৎসা প্রক্রিয়ার পর তিনি সুস্থতার পথে রয়েছেন বলে নিজেই জানিয়েছেন ফুটবলপ্রেমীদের। ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিমুখে ছবি পোস্ট করে তিনি স্পষ্ট করে দেন—এটি কোনো হার্ট অ্যাটাক নয়, বরং আগেই পরিকল্পিত একটি প্রতিরোধমূলক চিকিৎসা।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে রবার্তো কার্লোস লেখেন, সম্প্রতি তাঁর স্বাস্থ্য নিয়ে যে খবর ছড়িয়েছে, তা নিয়ে তিনি পরিষ্কার করতে চান। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই আগেভাগে এই প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেটি সফল হয়েছে। তিনি জানান, তিনি ভালো আছেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ও পেশাগত দায়িত্বে ফিরতে মুখিয়ে রয়েছেন। পাশাপাশি তাঁর পাশে থাকার জন্য অনুরাগী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান তিনি।
এদিকে সাও পাওলোর হাসপাতাল ভিলা নোভা স্টার জানায়, সোমবার রবার্তো কার্লোসের হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে। এরপরই তাঁকে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরামর্শ দেওয়া হয় এবং একই দিনে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা সংক্রান্ত নিয়ম মেনেই তাঁকে আপাতত আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফুটবল ইতিহাসের অন্যতম আক্রমণাত্মক লেফট-ব্যাক হিসেবে পরিচিত রবার্তো কার্লোস ব্রাজিলের হয়ে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং রিয়াল মাদ্রিদে টানা ১১ বছর কাটিয়েছেন। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনাল ও ২০০২ বিশ্বকাপ জয়ের দলের সদস্য ছিলেন তিনি। পাশাপাশি দু’বার কোপা আমেরিকা জয়, ব্যালন ডি’অরের রানার-আপ হওয়া এবং ইউরোপের সেরা ডিফেন্ডারের খেতাব—সব মিলিয়ে তাঁর কেরিয়ার স্বর্ণাক্ষরে লেখা।
ভারতের সঙ্গেও তাঁর যোগ রয়েছে। ২০১৫ আইএসএলে দিল্লি ডায়নামোসের (বর্তমান ওডিশা এফসি) প্লেয়ার-ম্যানেজার হিসেবেও কাজ করেছিলেন এই কিংবদন্তি ফুটবলার।