লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে

সুরসম্রাজ্ঞীর চিকিৎসক প্রতীত সমদানি শুক্রবার লতার অনুরাগীদের আশ্বস্ত করে বলেন, ‘লতা দিদি এখন বিপন্মুক্ত।’

January 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

 লতা মঙ্গেশকর আইসিইউতে থাকলেও এখন তিনি আগের তুলনায় ভাল রয়েছেন। শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। সুরসম্রাজ্ঞীর চিকিৎসক প্রতীত সমদানি শুক্রবার লতার অনুরাগীদের আশ্বস্ত করে বলেন, ‘লতা দিদি এখন বিপন্মুক্ত।’ তবে, প্রবীণা শিল্পী নিউমোনিয়া থেকে এখনও যে সেরে ওঠেননি, একইসঙ্গে তিনি তা-ও জানিয়েছেন। যে কারণে এক্ষুনি তাঁকে আইসিইউয়ের বাইরে আনা যাবে না। আরও কিছু দিন তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতে থাকতে হবে।

লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুষা শ্রীনিবাসন আইয়ারও এদিন জানিয়েছেন, কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর আগের তুলনায় ভাল রয়েছেন। লতার অনুগামীদের উদ্দেশে বলেন, ‘আসুন, সবই মিলে ভগবানের কাছে কামনা করি যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’ অনুষার কথা থেকে জানা যায়, লতা মঙ্গেশকর এখন শক্ত খাবার খেতে শুরু করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen