দক্ষিণবঙ্গে আরও বাড়বে দহনজ্বালা, বঙ্গে কত দিন থাকবে তাপপ্রবাহ?

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আগামী ১৭ তারিখ পর্যন্ত চলবে। গত ৫ বছরে ধারাবাহিকভাবে এভাবে গরম স্থায়ী হয়নি।

April 14, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
আবহাওয়ার পূর্বাভাস, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রখর রোদে দক্ষিণবঙ্গে আরও বাড়বে দহনজ্বালা। বাংলায় চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা। গতকাল কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল, বেশ কিছু জেলায় তার থেকেও বেশি ছিল।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ ২-৩ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আগামী ১৭ তারিখ পর্যন্ত চলবে। গত ৫ বছরে ধারাবাহিকভাবে এভাবে গরম স্থায়ী হয়নি।

আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতায় ৪১ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা। বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই।

তাপপ্রবাহ থেকে বাঁচতে হাওয়া অফিস ও রাজ্য সরকারের পক্ষ থেকে বাচ্চাদের জল বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen