শুক্রে তুমুল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? কবে কমবে দুর্যোগ? রইল UPDATE
সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:৩৫: শুক্রবার দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার যুগলবন্দিতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে থাকবে। তবে শুক্রবারের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে জানানো হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও, উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সোমবার পর্যন্ত চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমান জেলায় দিনভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে, কিছু জায়গায় হালকা বৃষ্টিও শুরু হতে পারে।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে বড়সড় দুর্যোগের আশঙ্কা না থাকলেও, উত্তরবঙ্গে বিশেষত পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারসহ পার্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে বলে জানানো হয়েছে।
কবে থেকে কমবে বৃষ্টি?
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে কমবে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বড়সড় কোনও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া ধারা বজায় থাকতে পারে।