অবিরাম বৃষ্টির জেরে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বইয়ের জনজীবন

অবিরাম বৃষ্টির জেরে একাধিক রাস্তা জলের তলায় চলে গিয়েছে। প্রভাব পড়েছে মুম্বইয়ের ‘লাইফলাইন’ লোকাল ট্রেন চলাচলের উপর। মধ্য রেলের ট্রেনগুলো গড়ে ১০ মিনিট দেরিতে চলছে।

July 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোম ও মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় গাড়ির বদলে নৌকা চলছে। ঠানেতে জলে ঢোবা রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। বিভিন্ন এলাকায় প্রবল ট্রাফিক জ্যাম। মাটুঙ্গা সার্কল, সক্কর পঞ্চায়েত, হিন্দমাতা জংশন, নীলম জংশন, খার সাবওয়ে, ওরলির দিকের সি লিঙ্ক গেট, দাদর জংশন, এভেরার্ড নগর থেকে প্রবল যানজটের খবর পাওয়া গেছে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বইয়ের জনজীবন। অবিরাম বৃষ্টির জেরে একাধিক রাস্তা জলের তলায় চলে গিয়েছে। প্রভাব পড়েছে মুম্বইয়ের ‘লাইফলাইন’ লোকাল ট্রেন চলাচলের উপর। মধ্য রেলের ট্রেনগুলো গড়ে ১০ মিনিট দেরিতে চলছে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, কল্যাণ, কারজাট, কাসরা, পানভেল স্টেশনে ভিড় বাড়ছে যাত্রীদের।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen