Weather Report: ভারী বৃষ্টিতে নাকাল হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ! কী বলছে আবহাওয়া দপ্তর?

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এর পরেও কয়েকদিন রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে নির্দিষ্ট কিছু জায়গায় ভারী বর্ষণ হবে

August 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০:  কলকাতা ও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ফের শুরু হচ্ছে মুষলধারে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জারি করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। আকাশ ছিল ঘন মেঘে ঢাকা।

আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি নতুন ঘূর্ণাবর্ত (cyclonic circulation) সৃষ্টি হয়েছে, যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ক্রমশ বেড়ে উঠে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। এটি সোমবার নাগাদ নিম্নচাপে (low-pressure area) পরিণত হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ (thunderstorm) ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গও (North Bengal) এই বৃষ্টির প্রকোপের বাইরে নয়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলাগুলিতে ইতোমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এর পরেও কয়েকদিন রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে নির্দিষ্ট কিছু জায়গায় ভারী বর্ষণ হবে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। বঙ্গোপসাগরে (Bay of Bengal) মাছ ধরা এড়িয়ে চলতে বলা হয়েছে এবং সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen