Henley Passport Index: শক্তি হ্রাস আমেরিকার পাসপোর্টের, কত দাঁড়িয়ে ভারত?

October 15, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: ট্রাম্প আমলে শক্তি হারাল মার্কিন পাসপোর্ট। লন্ডনের হেনলি পাসপোর্ট ইনডেক্সের (Henley Passport Index) রিপোর্ট অনুযায়ী, প্রথম ১০-র মধ্যে নেই আমেরিকা। মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে ঠাঁই পেয়েছে আমেরিকার পাসপোর্ট (US passport)। তালিকায় ভারতের অবস্থান ৮৫ নম্বরে।

তালিকার শীর্ষে ফ্রান্স। ২২৭টি দেশের মধ্যে সে’দেশের বাসিন্দারা ভিসা ছাড়া ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। ভিসা ছাড়া মার্কিন নাগরিকরা ভ্রমণ করতে পারেন ১৮০টি দেশে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা যথাক্রমে ভ্রমণ করতে পারেন ১৯০ ও ১৮৯টি দেশে।

২০২১ সালে তালিকায় ভারতীয় পাসপোর্টের স্থান ছিল ৯০। ২০০৬ সালে ছিল ৭১ নম্বর। ২০২৪ সালে ৮০ নম্বরে ছিল ভারতের পাসপোর্ট। তালিকায় ৮৫ নম্বরে উঠে এসেছে ভারতীয় পাসপোর্ট। ভিসা ছাড়া ভারতীয় নাগরিকরা ৬০টি দেশে ভ্রমণ করতে পারেন।

ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়। মার্কিন পাসপোর্টের অবনতির নেপথ্যে রয়েছে একাধিক দেশে প্রবেশাধিকার নীতির অদলবদল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen