জেনে নিন ক্রিকেট বিশ্বকাপ ট্রফির খুঁটিনাটি

এখন যে ট্রফিটি দেখা যায়, তার প্রচলন হয়েছিল ৯৯-র বিশ্বকাপ থেকে। ৯৯-র আগে পর্যন্ত, প্রতিটি জয়ী দেশকে ভিন্ন ডিজাইনের ট্রফি দেওয়া হত।

November 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওডিআই বিশ্বকাপ আরম্ভ হয়েছিল ১৯৭৫ সালে, তখন অবশ্যই এই ট্রফি দেওয়া হত না। এখন যে ট্রফিটি দেখা যায়, তার প্রচলন হয়েছিল ৯৯-র বিশ্বকাপ থেকে। ৯৯-র আগে পর্যন্ত, প্রতিটি জয়ী দেশকে ভিন্ন ডিজাইনের ট্রফি দেওয়া হত। ১৯৯৯ সালের বিশ্বকাপ থেকেই আইসিসি স্থায়ী ট্রফি দেওয়ার কথা ভাবে এবং তা শুরু হয়। ভ্রাতৃত্বের বার্তা দিতেই ট্রফির উপরে বসানো হয় গোলাকার গ্লোব। যা একই সঙ্গে বল ও পৃথিবীর প্রতীক। ট্রফির নীচের দিকে থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির লোগো।

৬০ সেন্টিমিটার ট্রফির উপরে বলটি বাসনো থাকে। বলটির ওজন প্রায় ৪ কেজি। ট্রফিটির ডিজাইনার ছিলেন জো ক্লার্ক। পরবর্তীতে ডেভিড গ্লোবটির ওপরে পৃথিবীর মানচিত্র খোদাই করেন। ট্রফির রঙের স্থায়ীত্ব বাড়ানোর জন্য, সেটিকে সোনা-রুপোর জলে ডোবানো হয়। ট্রফিটি তৈরি করতে ব্যয় হয় ৩০ হাজার মার্কিন ডলার। ট্রফিটিতে বিশ্বকাপের সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখা হয়। এখনও ১১টি জায়গা ফাঁকা রয়েছে ট্রফিতে। জায়গা ভর্তি হয়ে গেলে হয়ত ট্রফিটি ফের পরিবর্তন করা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen