ঐতিহ্যবাহী রাস্তার নাম বদল, বিক্ষোভ হাওড়ায়

রবিবার এই ঘটনার প্রতিবাদে জাতীয় বাংলা সম্মেলনের নেতৃত্বে সিপিএম, তৃণমূল সহ একাধিক দল বিক্ষোভ প্রদর্শন করে।

August 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সালকিয়া এ এস হাইস্কুলের নামেই নাম রাখা হয়েছিল সালকিয়া স্কুল রোডের নাম। হঠাতই এই ঐতিহ্যবাহী রাস্তার নাম পরিবর্তন করে করা হয় আচার্য তুলসী মার্গ। সালকিয়াবাসীর ভাবাবেগের সাথে যুক্ত এই রাস্তার নাম আকস্মিক পরিবর্তনে ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। রবিবার এই ঘটনার প্রতিবাদে জাতীয় বাংলা সম্মেলনের নেতৃত্বে সিপিএম, তৃণমূল সহ একাধিক দল বিক্ষোভ প্রদর্শন করে।

এ বিষয়ে জাতীয় বাংলা সম্মেলনের সহ সভাপতি, তন্বী দাস বলেন, “ডাঃ বিধান চন্দ্র রায়, এই স্কুলের শতবর্ষপূর্তিতে স্কুল সংলগ্ন রাস্তার নাম করেন, সালকিয়া স্কুল রোড। স্কুলটি উদ্বোধন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলার ঐতিহ্যবাহী এই রাস্তার নাম বদলে যেতে পারে না। তাই একযোগে প্রতিবাদে সামিল হয়েছি আমরা।”

বিক্ষোভের পর সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষকে পুনরায় এই রাস্তার নাম পরিবর্তন করে সালকিয়া স্কুল রোড করতে আবেদন করবেন তারা। আগামী শনিবার এই ঘটনার প্রতিবাদে এলাকায় একটি মিছিল করা হবে বলে জানা গেছে। জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক, সিদ্ধব্রত দাস এ বিষয়ে বলেন, “বাংলার এই ঐতিহ্যবাহী রাস্তার নাম আমরা বদলাতে দেব না। বাংলার ঐতিহ্য রক্ষার লড়াই আমরা চালিয়ে যাব।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen