মকর সংক্রান্তির পর নাড্ডার পদে নীতিনের অভিষেক, BJP-র নয়া কেন্দ্রীয় কমিটিতে কি বাংলার উপেক্ষার ছবি বদলাবে?

January 2, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: অবশেষে নাড্ডাকে সরাচ্ছে বিজেপি, এমনই গুঞ্জন দিল্লির বাতাসে। বিজেপি সূত্রের খবর, মকর সংক্রান্তির পর দলের নবনিযুক্ত সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। তারপরই নিজের টিম সাজাতে বসবেন নয়া সভাপতি। সূত্রের খবর, জানুয়ারির মধ্যে টিম গঠনের সম্ভাবনা রয়েছে। বঙ্গের ভোটের আগে, বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বাংলার কোনও নেতার ঠাঁই হবে কি? ঘুরপাক খাচ্ছে সে’প্রশ্ন।

 

বারবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে উপেক্ষিত বাংলা। পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য হওয়া সত্ত্বেও বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকায় বাংলার কোনও নেতা নেই। দীর্ঘদিন ধরেই বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলার কাউকে কেন্দ্রীয় পদাধিকারী তালিকায় ঠাঁই দেয়নি। এবার কমিটির রদবদল আসন্ন। প্রশ্ন উঠছে, এবারেও কি উপেক্ষিতই থাকবে বাংলা?

২০১৯-এ বাংলা থেকে দল ১৮টি লোকসভা আসন জেতার পরও মোদীর মন্ত্রিসভায় বাংলার কাউকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। ২০২৪-এ আসন সংখ্যা কমে ১২-তে নেমে যাওয়ার পরও একই অবস্থা। পড়শি অসম, বিহার ও ওড়িশা থেকে একাধিক পূর্ণমন্ত্রী থাকলেও বাংলায় পেয়েছে কেবল রাষ্ট্রমন্ত্রী। বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকাতেও উপেক্ষার চিত্র স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের সময় বাংলার গুরুত্ব বাড়লেও অন্যান্য সময় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলাকে উপেক্ষাই করে।

দুয়ারে বাংলার ভোট। এখন প্রশ্ন উঠছে, ‘উপেক্ষা’র ছবি কি বদলাবে এবার? মনে করা হচ্ছে, বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকায় পরিবর্তন হতে পারে। তবে বাংলার কোনও নেতার কেন্দ্রীয় পদ পাওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen