‘আমি ইন্টারন্যাশনাল কোর্টের জজ’ শুনে ‘অবাক’ হাইকোর্টের বিচারপতি কী করলেন?

“আমার নাম ডঃ এ কে ঘরা। আমি ইন্টারন্যাশনাল কোর্টের জজ!”। কলকাতা হাইকোর্টের এজলাসে এক ব্যক্তির এই দাবি শুনে চমকে উঠলেষ বিচারপতি নিজেই

August 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:“আমার নাম ডঃ এ কে ঘরা। আমি ইন্টারন্যাশনাল কোর্টের জজ!”। কলকাতা হাইকোর্টের এজলাসে এক ব্যক্তির এই দাবি শুনে চমকে উঠলেন বিচারপতি নিজেই। ঘটনাটি ঘটেছে কলকাতা হাইকোর্টের ন’নম্বর কোর্ট রুমের ভরা এজলাস। নিজের চেয়ারে তখন বসে ছিলেষ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। একের পর এক মামলার ডাক চলছে। একটি মামলার ডাক হতেই বিচারপতির সামনে উপস্থিত মূর্তিমান। বিচারপতি তাঁর পরিচয় জানতে চাইতে সদর্পে এই কথা বলেন ওই ব্যক্তি।

এরপর বিচারপতি ভট্টাচার্য জানতে চান, ‘আপনি কি এই মামলায় নিজেই সওয়াল করবেন।’ ওই ব্যক্তি তখন বলেন, ‘আমি ইন্টারন্যাশনাল কোর্ট চেয়ারম্যান ছিলাম। আমি ন্যাশনাল জজ ছিলাম।’ এবার কিছুটা হতবাক হয়ে বিচারপতি বলেন, ‘ন্যাশনাল জজ মানে? দেখি, আপনার কাগজপত্র দেখি।’ তখন ওই ব্যক্তি বলেন, ‘আমি ইন্টারন্যাশনাল কোর্ট চেয়ারম্যান ছিলাম। ক্যালকাটা হাইকোর্টের ন্যাশনাল জজও ছিলাম।’ এরপরে অসংলগ্নভাবে ইংরেজিতে তিনি কিছু বলতে শুরু করতেই বিচারপতি বলে ওঠেন, ‘আপনি কী এই মামলাতে আছেন?’ তখন ওই ব্যক্তি নিজেই জিজ্ঞাসা করেন, ‘এটা কোন মামলা?’

এরপর রসিকতার ছলে বিচারপতি ভট্টচার্য বলেন, ‘আপনার জায়গা ওখানে নয়। আপনি এখানে আসুন। আমার চেয়ারে বসুন।’ বিচারপতির এই বক্তব্য শুনেই এজলাসে উপস্থিত উকিলদের মধ্যে ওঠে হাসির রোল। তবে কোন‌ও মতেই ঐ ব্যক্তি হাল ছাড়তে নারাজ। তিনি আর‌ও বলেন, ‘আমার যে দুটো মামলা ছিল সে দু’টোই ওয়ার্ল্ড পার্লামেন্ট কোর্ট থেকে জিতেছিলাম। আমার সমস্ত ডকুমেন্ট রয়েছে। আমার গায়ে হাত দিয়েছে। মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে…।’ এরপর অবশ্য বেশি সময় নষ্ট না করে বিচারপতি বলেন,‘আপনি চিফ জাস্টিসের কাছে যান। আপনার মামলা এখানে হবে না। ওখানে যান।’

দেখুন ভিডিও

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen