আসানসোলের হস্তশিল্প মেলায় কেবলই স্মৃতির নিশান, তুঙ্গে হলুদ ট্যাক্সি শাড়ির চাহিদা

আধুনিক প্রজন্মের মেয়েদের কাছে সুপার হিট হলদু ট্যাক্সির শাড়ি। যা গায়ে দিয়ে গর্ববোধ করছে কিশোরী-তরুণীরা।

March 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহরের অন্যতম হেরিটেজ এবং ঐতিহ্য হলুদ ট্যাক্সি। অ্যাপ ক্যাবের হাত ধরে নতুন মডেলে ফিরতে চলেছে এটি। সিনেমা, গান, কবিতা এবং সাহিত্যে জায়গা করে নেওয়ার পর বাংলার তাঁতশিল্পেও ফুটে উঠেছে হলুদ ট্যাক্সি। শিল্পীর সৃষ্টিকর্মে শাড়ির আঁচল, গায়ে গৌরবজনক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনটাই দেখা গিয়েছে আসানসোলের রাজ্য হস্তশিল্প মেলায়। আধুনিক প্রজন্মের মেয়েদের কাছে সুপার হিট হলদু ট্যাক্সির শাড়ি। যা গায়ে দিয়ে গর্ববোধ করছে কিশোরী-তরুণীরা। সে কারণেই তুঙ্গে উঠেছে হলুদ ট্যাক্সি শাড়ির চাহিদা।

আসানসোলের পোলো মাঠের মেলায় দেখা যাচ্ছে হলুদ ট্যাক্সি শাড়ির পসরা। কলকাতার হস্তশিল্পীদের হাতে আঁকা ছবি স্থান পেয়েছে হলুদ ট্যাক্সি শাড়িতে। তবে হলুদ ট্যাক্সি শাড়ির পাশাপাশি সিনারি থেকে মণীষী বুটিকে কাজে সব কিছুই ফুটে উঠেছে শাড়িতে। মনিকতলার হস্তশিল্পী সোমনাথ চন্দ্রের অপরূপ কাজে তার নিদর্শন পাওয়া যাচ্ছে। কোনও কোনও শিল্পী আবার ড্রাইফ্রুটের খোসা দিয়ে গৃহসজ্জার সামগ্রী বানিয়েছেন। এছাড়াও এই মেলায় নজর কেড়েছে নদীয়ার স্টলে কৃষ্ণনগরের নতুন ধরনের পুতুলের কাজ। এছাড়াও পশ্চিম বর্ধমানের হস্তশিল্পীদের কাজ রীতিমতো অন্য জেলাকে টেক্কা দিচ্ছে। হস্তশিল্পী মনিকা নন্দীর কথায় হলুদ ট্যাক্সি কলকাতার পরিচয় বহন করে। কলকাতার Life line ছিল হলুদ ট্যাক্সি। তাই স্বাভাবিকভাবে তার ছবি আঁকা শাড়ির রয়েছে বিশেষ চাহিদা। এই শাড়ি জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। স্মৃতির আলমারিতে সাজিয়ে রাখতে অনেক যুবতীরা কিনছেন হলুদ ট্যাক্সি শাড়ি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen