ভারত-চিন সীমান্তে ব্যাপক উত্তেজনা, উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

ব্যাপক উত্তেজনা ভারত-চিন সীমান্তে। চিনের সেনাবাহিনীর ছোঁড়া বুলেটের আঘাতে শহিদ সেনাবাহিনীর এক অফিসার সহ দুই জওয়ান।

June 16, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ব্যাপক উত্তেজনা ভারত-চিন সীমান্তে। চিনের সেনাবাহিনীর ছোঁড়া বুলেটের আঘাতে শহিদ সেনাবাহিনীর এক অফিসার সহ দুই জওয়ান। জানা যাচ্ছে, সোমবার দুপুরে এই ঘটনা প্রকাশ্যে আসে। আর তা আসার পরেই তিন বাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রাজনাথ সিং।

ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার আধিকারিকরা উপস্থিত ছিলেন। এমনকি ছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও। ইন্দো-ভারত সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। কীভাবে পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব তা নিয়েও সেনাবাহিনীর এই উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, বিকেল তিনটে থেকে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। মোদীর নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen