HS Exam: সোম থেকে শুরু উচ্চমাধ্যমিকের পার্ট-ওয়ান পরীক্ষা, জেনে নিন বিস্তারিত

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

September 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩৫: উচ্চমাধ্যমিক পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন এসেছে। এবার থেকে পরীক্ষা দুইভাগে নেওয়া হবে। সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা। এই তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫ থেকেই শুরু হচ্ছে। পরীক্ষার প্রথম পর্বে শিক্ষার্থীদের OMR শিটে MCQ-র মাধ্যমে উত্তর দিতে হবে। এই পর্বের পরীক্ষা চলবে ১ ঘন্টা ১৫ মিনিট ধরে। প্রথম পর্বের পরবর্তী, অর্থাৎ দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চে। দুটি পর্বের যোগফল মিলিয়ে প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফলাফল। নির্ধারিত সময়েই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়গুলোর পরীক্ষা শুরু হবে ১০টায় এবং শেষ হবে ১০টা ৪৫ মিনিটে।

সূত্রের খবর, এবারের পরীক্ষায় মোট ৬ লাখ ৬০ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৪৩.৯৭ শতাংশ, ছাত্রী ৫৬.০৩ শতাংশ। ফলে এবার ছাত্রীদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় লক্ষ বৃদ্ধি পেয়েছে।

শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষাকালে ইনভিজিলেটরকে হেনস্থা করলে পরীক্ষা বাতিল করা হবে। প্রতিটি কেন্দ্রের প্রবেশপথ এবং সুপারভাইজরের কক্ষে সিসিটিভি বসানো হবে। চলতি বছরে মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষা কক্ষে ২০:১ অনুপাতে থাকবেন পরীক্ষক। প্রতিটি কেন্দ্রের মূলগেট এবং সুপারভাইজরের কক্ষে থাকবে সিসিটিভি। পরীক্ষার্থীরা ক্যালকুলেটর, মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

পুজোর আগে প্রথম পর্বের পরীক্ষা সম্পন্ন করা হবে। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার ফলে শিক্ষার্থীদের জন্য সময় এবং প্রস্তুতি দুইয়ে সুবিধা হবে। পরীক্ষাকেন্দ্র বাছাই এমনভাবে করা হচ্ছে, যাতে বৃষ্টি বা জমে থাকা জলের কারণে শিক্ষার্থীদের সমস্যা না হয়। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা সংসদ আশা করছে, নতুন আধুনিক পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যতের চাকরির পরীক্ষা বা অন্যান্য মূল্যায়নে সুবিধা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen