পূনর্মূল্যায়ন শেষ, আগামী শিক্ষাবর্ষে নয়া সিলেবাসে উচ্চ মাধ্যমিক?

একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস বদল হচ্ছে। জানা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানুয়ারিতে নয়া সিলেবাস হাতে পাবে। আশা করা যায়, ফেব্রুয়ারিতেই মডেল প্রশ্নপত্র তৈরি হয়ে যাবে।

January 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস বদল হচ্ছে। জানা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানুয়ারিতে নয়া সিলেবাস হাতে পাবে। আশা করা যায়, ফেব্রুয়ারিতেই মডেল প্রশ্নপত্র তৈরি হয়ে যাবে। শনিবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিভিউ কমিটির দ্বিতীয় দফার বৈঠক ছিল। সূত্রের খবর, সিলেবাস পূনর্মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এবার সরকারের অনুমতির অপেক্ষা। অনুমোদন পেলে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই নয়া সিলেবাস চালু হবে।

এ বছর মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে উঠে পড়ুয়াদের নয়া সিলেবাসে পড়াশোনা করতে হবে, তবে সবটাই নির্ভর করছে সরকারের অনুমতির উপর। কেবল সিলেবাসে নয়, পাঠ্যক্রমেও বড়সড় বদল আনা হচ্ছে। এবার থেকে সেমেস্টারে মূল্যায়ন হতে চলেছে। প্রতিটি বিষয় শেখার জন্য অন্তত ২০০ ঘণ্টা সময় বরাদ্দ করার কথা বলা হয়েছে। প্রতিটি অধ্যায়েও সময় বিভাজন থাকবে। নভেম্বরে হবে প্রথম সেমেস্টার। পুরোপুরি এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, উত্তর দিতে হবে ওএমআর শিটে। মার্চে হবে দ্বিতীয় সেমেস্টার। তাতে বড় প্রশ্ন থাকবে। দুই পরীক্ষার নম্বর মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশিত হবে।

পূনর্মূল্যায়ন কমিটির পর বিশেষজ্ঞ কমিটির কাছে খসড়া সিলেবাস পাঠানো হবে। সেখানেও কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। ভাষা জানার পাশাপাশি বলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পড়ুয়ারা পোডিয়ামে দাঁড়িয়ে বলতে পারছেন কি না অর্থাৎ পাবলিক স্পিকিং করতে পারছে কি না, তা দেখা হবে। গ্রুপ ডিসকাশনে অংশগ্রহণের বিষয়েও নজর দেওয়া হবে। প্রজেক্টে বদল আনা হচ্ছে। জানা যাচ্ছে, অনুবাদ সাহিত্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, দেশীয় লেখকদের গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen