নাকামুরার বিতর্কিত উদযাপন নিয়ে ক্ষুব্ধ ক্রামনিক! বললেন “এটা দাবার অবক্ষয়”

October 6, 2025 | 2 min read
Published by: Manas Modak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২০: বিশ্বখ্যাত দাবাড়ু ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ক্রামনিক- হিকারু নাকামুরার আচরণ নিয়ে কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি “Checkmate: USA vs India” নামে এক প্রদর্শনী ম্যাচে নাকামুরা ভারতের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশকে হারান। ম্যাচ জেতার পর আনন্দে নাকামুরা গুকেশের রাজা (কিং) গুটিটি দর্শকদের দিকে ছুড়ে দেন। এই দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, আর সেখান থেকেই শুরু বিতর্ক।

ক্রামনিক এক্স (Twitter)-এ লিখেছেন, “এটা শুধু অশালীন আচরণ নয়, বরং আধুনিক দাবার অবনতি। কেউ যদি এটা মজার জন্যও করে থাকে, তবুও এটা অপমানজনক, বিশেষ করে যখন প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।” তিনি আরও বলেন, “যদি এটা আগে থেকেই পরিকল্পনা করা থাকে, তাহলে সেটা আরও খারাপ।”

একজন ভক্ত জানান, এই ‘রাজা ছোড়া’ আইডিয়া নাকি আয়োজকদের থেকেই এসেছে। কিন্তু তাতেও ক্রামনিকের মত বদলায়নি। তিনি জবাব দেন, “যদি আয়োজকেরা বলেন দর্শক টানতে আরও হাস্যকর কিছু করতে, তার মানে এই নয় যে খেলোয়াড়রা সব করবে। এটা নৈতিকতার প্রশ্ন।”

সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার কেভিন গোহ ওয়েই মিংও ক্রামনিকের সঙ্গে একমত। তিনি এক্স-এ লেখেন, “যদি দাবার ভবিষ্যৎ এমন হয় যে প্রতিপক্ষের গুটি দর্শকদের দিকে ছোড়া স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়, তাহলে আমি সেই ভবিষ্যতের অংশ হতে চাই না।”

অন্যদিকে জনপ্রিয় ইউটিউবার ও দাবা ভাষ্যকার লেভি রোজম্যান জানান, পুরো ঘটনাটা নাকি বিনোদনের অংশ ছিল। তার কথায়, “আয়োজকদের পক্ষ থেকেই বলা হয়েছিল, বিজয়ী খেলোয়াড় যেন রাজা গুটিটি দর্শকদের দিকে ছোড়ে। এটা ছিল শুধুমাত্র শো-এর জন্য।” রোজম্যান আরও জানান, “নাকামুরা পরে গুকেশের সঙ্গে কথা বলে জানিয়েছে, তার উদ্দেশ্য অসম্মান করা নয়।”

ঘটনাটি নিয়ে দাবা দুনিয়ায় এখন তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন এটা শুধু মজার অংশ, আবার কেউ বলছেন, দাবার মতো শালীন খেলায় এই ধরনের আচরণ একেবারেই মানায় না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen