Donald Trump: ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করতে পারেন হিলারি ক্লিনটন, কেন?
ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটান, তাহলে হিলারি ক্লিনটন তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে প্রস্তুত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩১: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) সমাপ্তি ঘটান এবং ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছেড়ে না দিয়েই শান্তি প্রতিষ্ঠা করাতে পারেন, তাহলে তাঁর সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন (Hillary Clinton) পর্যন্ত তাঁকে নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য মনোনয়ন দিতে প্রস্তুত। আলাস্কায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ট্রাম্পের বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগে একটি পডকাস্টে (podcast) হিলারি এই মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছেন।
হিলারি ক্লিনটন বলেন, “যদি তিনি (ট্রাম্প) এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে পারেন, যদি ইউক্রেনকে আগ্রাসনকারীর (রাশিয়া) কাছে কোনো ভূমি ছাড় না দিয়েই তিনি শান্তি আনতে পারেন, সত্যিই যদি তিনি পুতিনের বিরুদ্ধে দাঁড়াতে পারেন – যা আমরা এখনও দেখিনি – তাহলে আমি তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেব।” তবে হিলারি এও স্পষ্ট করে দিয়েছেন যে পুতিন কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন, বরং তিনি একজন প্রতিপক্ষ (adversary) যিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমী জোটের ধ্বংস চান।
২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট (Democrat) প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান (Republican) নেতা ডোনাল্ড ট্রাম্প। সেই নির্বাচনী প্রচারে হিলারি ট্রাম্পের পুতিন-প্রীতি নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, “ট্রাম্প পুতিনের মতো একনায়কদের প্রশংসা করেন এবং আমাদের মিত্রদের সঙ্গে বিবাদ সৃষ্টি করেন।” কিন্তু আজ, ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান আনতে পারেন, তাহলে হিলারিও তাঁর প্রশংসা করতে রাজি।