কুতুব মিনারের নাম বদলে রাখা হোক বিষ্ণু স্তম্ভ, দাবি হিন্দুত্ববাদীদের

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে ওই এলাকায়।

May 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: statesman.com

শেক্সপিয়ার বলেছিলেন, ‘নামে কী আসে যায়’। কিন্তু নাম পরিবর্তন করায় দেশের মধ্যে খুব ‘নাম’ করেছে বিজেপি। রাজ্যে রাজ্যে তাদের পরিচালিত সরকারের তরফে বারবারই নামবদলের রাজনীতির সাক্ষী থেকেছে দেশ। এবার ফের নাম বদলের দাবি তুলল হিন্দুত্ববাদী শিবির। কুতুব মিনারের নাম বদলে রাখতে হবে বিষ্ণু স্তম্ভ। এমনই দাবি তুলল হিন্দুত্ববাদীরা। আর এই দাবিতে মঙ্গলবার কুতুব মিনারের কাছে বিক্ষোভও দেখাল হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা প্রোটেস্ট। বিক্ষোভে অংশ নেয় আরও কয়েকটি সংগঠন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে ওই এলাকায়। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা সেখানে উপস্থিত থেকে স্লোগান দিতে থাকেন। প্রসঙ্গত, সম্প্রতি দিল্লী বিজেপি দাবি তুলেছে রাজধানীর আকবর রোড, হুমায়ুন রোড, ঔরঙ্গজেব লেন, তুঘলক লেনের মতো সড়কের নাম বদলে দেওয়া হোক। উত্তর দিল্লীর পুরসভার চেয়ারম্যানকে এক চিঠিতে দিল্লীর বিজেপি সভাপতি আদেশ গুপ্ত এই দাবি জানিয়েছেন। তাঁর দাবি ওই সড়কগুলির নাম বদলে মহারানা প্রতাপ, গুরু গোবিন্দ সিং, মহর্ষি বাল্মিকী ও জেনারেল বিপিন রাওয়াতের নামে রাখা হোক। এর মধ্যে এবার নতুন করে যুক্ত হল কুতুব মিনারের নাম বদলে দেওয়ার দাবিও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen